দিনাজপুরের বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মো. সাজ্জাদ হোসেন (২৪) নামে এক যুবক নিহত হয়েছে। নিহত সাজ্জাদ বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের সাদুল্ল্যাপাড়া গ্রামের মো. শামসুল হকের ছেলে।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টায় দিনাজপুরের বীরগঞ্জের পাল্টাপুর ইউনিয়নের আজগার আলী মেম্বারের খেয়াখাট সংলগ্ন মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বীরগঞ্জ থানার এসআই মোঃ সাইদুর ইসলাম জানান, বীরগঞ্জের পাল্টাপুর ইউনিয়নের সাদুল্ল্যাপাড়া গ্রামের মোঃ সাজ্জাদ হোসেন বাইসাইকেল নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় বাড়ীর পাশে স্লুইজ গেট মোড়ের বাজারে আসে। রাত ১০টায় বাইসাইকেলে বাড়ীর ফেরার জন্য বের হয়ে বাড়ীর কাছাকাছি খেয়াখাট সংলগ্ন মোড় এলাকায় পৌছালে অজ্ঞাত গাড়ী তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে পথচারীরা তাকে মৃত অবস্থায় দেখতে পেয়ে পরিবারের লোকজনকে খবর দেয়।
বীরগঞ্জ থানার ওসি তদন্ত মোঃ মোহছেউল গণি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। প্রচুর কুয়াশা থাকার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ স্বজনদের হাতে দেওয়া হয়েছে।
বিডিপ্রতিদিন/ ২৯ নভেম্বর, ২০১৭/ ই জাহান