বগুড়া শহরের চারমাথা কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে গোদারগাড়ি বাজার এলাকার বগুড়া-নওগাঁ সড়কের দুই পাশের প্রায় পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৯টা থেকে বিকাল পর্যন্ত বগুড়া সড়ক ও জনপদ (সওজ) বিভাগ এ উচ্ছেদ অভিযান পরিচালনা করে।
উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সওজের উপ-সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব রহমান ফারুকী।
বিকেলে বগুড়া সড়ক ও জনপদ (সওজ) অধিদফতরের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুজ্জামান অভিযানের বিয়ষটি নিশ্চিত করেন বলেন, দুর্ঘটনারোধ ও যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে সড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদে করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এতে দুর্ঘটনা অনেকটা কমে আসবে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন