সিলেট নগরীর দক্ষিণ সুরমার দরিয়া শাহ (র.) মাজার মসজিদের নির্মাণ কাজের সময় মাটির নিচ থেকে ৫টি হ্যান্ড গ্রেনেড ও ১৯টি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে।
বুধবার দুপুরে মাটি খোঁড়ার সময় শ্রমিকরা এগুলো দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার আব্দুল ওয়াহাব জানান, ‘ওই মসজিদটি পুরনো। বর্তমানে নতুন করে এটা নির্মাণ করার জন্য কাজ চলছে। শ্রমিকরা মাটি খোঁড়ার সময় ৫টি গ্রেনেড ও ১৯টি গুলি ভর্তি ম্যাগজিন দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।’
এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘গ্রেনেড ও ম্যাগাজিনগুলোতে মরিচা ধরা। ধারণা করা হচ্ছে, এগুলো মুক্তিযুদ্ধের সময়কালের হয়ে থাকতে পারে। যে স্থানে এগুলো পাওয়া গেছে, সেখানে বাংকার ছিল বলে আমরা ধারণা করছি।’
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন