ঝিনাইদহে অনার্স ২য় বর্ষের ইংরেজি পরীক্ষায় প্রক্সি দেওয়ার অপরাধে এক ভুয়া পরীক্ষার্থীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুপ্রভাত চাকমা এ দণ্ডাদেশ প্রদান করেন।
পুলিশ জানায়, বুধবার সারাদেশের ন্যায় ঝিনাইদহ সরকারি কেসি কলেজে অনুষ্ঠিত হয় অনার্স ২য় বর্ষের ইংরেজি পরীক্ষা। পরীক্ষায় কলেজের ইসলামের ইতিহাস বিভাগের শামীম রেজা নামের এক শিক্ষার্থীর পরিবর্তে নাজমুস সাবিক নামে এক যুবক পরীক্ষা দিচ্ছিল।
পরে তাকে আটক করে আদালতে সোপর্দ করা হলে আদালতের বিচারক তাকে ১ বছরের কারাদন্ডাদেশ প্রদান করেন। দন্ডিত নাজমুস সাকিব সদর উপজেলার হরিশংকরপুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে।
বিডিপ্রতিদিন/ ২৯ নভেম্বর, ২০১৭/ ই জাহান