ময়মনসিংহ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রদলের বিভাগীয় সহ-সভাপতি সুজাউদ্দলা সুজাকে কারাগারে পাঠানার আদেশ দিয়েছে আদালত। আজ দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক রোজিনা খানম এই আদেশ দেন।
আসামি পক্ষের আইনজীবী এড. আজিজুল হক খান জানান, ফুলপুর উপজলার বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় সুজা আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ বিচারক তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার