বগুড়ার শেরপুর উপজেলায় ভারতীয় নাগরিক সন্দেহে রাম সিং (৫৫) নামের এক বৃদ্ধকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
বুধবার বেলা ১০টার দিকে শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের শুবলী এলাকায় ঘোরাফেরা করছিলেন ওই ব্যক্তি। এ সময় স্থানীয় লোকজন তার পরিচয় জানতে চান। কিন্তু তার ভাষা বুঝতে না পেরে প্রথমে ভারতীয় এবং পরে রোহিঙ্গা হিসেবে সন্দেহ করে তাকে আটক করে থানা পুলিশে খবর দেয়। পরে থানা পুলিশ ঘটনাস্থল থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যায়।
শেরপুর থানা পুলিশ জানায়, ওই ব্যক্তি ভারতীয় নাগরিক বলে নিজের পরিচয় দিয়েছে। সে ভারতের উত্তর প্রদেশের বিহার রাজ্যের গৌরবপুর এলাকার বুইদ্ধ্যা সিংয়ের ছেলে। তবে কি কারণে সে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে তা জানা যায়নি।
বগুড়ার শেরপুর থানার অফিসার ইনচার্জ খান মোঃ এরফান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। সে ভারতের না রোহিঙ্গা নাগরিক সেটি এখনো জানা যায় নি। তাকে জ্ঞিাসাবাদ করার জন্য থানায় নেয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন