সরকারি খাসজমি দখলমুক্ত করে প্রকৃত ভূমিহীনদের মধ্যে বন্দোবস্ত দেওয়ার দাবিতে বরিশালে বিক্ষোভ করেছে ভূমিহীনরা। কৃষক ফেডারেশন বরিশাল বিভাগীয় শাখার উদ্যোগে আজ নগরীর অশ্বিনী কুমার হলের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশ শেষে ভূমিহীনদের একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করে।
কৃষক ফেডারেশনের বিভাগীয় সভাপতি হারুন ভান্ডারীর সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন, সংগঠনের সাধারণ সম্পাদক হালিম মহুরী, মো. ইউসুব আকন, রুনু বেগম, নুর নাহার মিলি, তাহের উদ্দিন মন্টু, মো. জামাল ও কৃষাণী সভার জেলা সভাপতি রেহেনা বেগম মিতু প্রমুখ।
বক্তারা বলেন, বরিশাল নগরী সংলগ্ন কীর্তনখোলার রসুলপুর চরসহ দক্ষিণাঞ্চলের নদ-নদীতে জেগে ওঠা চরগুলো প্রভাবশালীরা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করেছে। অন্যদিকে ভূমিহীনরা খাসজমি দাবি করায় তাদের ওপর হামলা-মামলাসহ নানভাবে হয়রানি করা হচ্ছে। ১৯৯৭ সালের আইন অনুযায়ী প্রকৃত ভূমিহীনদের মধ্যে খাসজমি চিরস্থায়ী বন্টন এবং তাদের উপর হামলা-মামলা বন্ধের জন্য প্রশাসনের প্রতি দাবি জানান।
বিডি প্রতিদিন/এ মজুমদার