মুন্সীগঞ্জে ইজতেমা আয়োজক কমিটি ও সাংবাদিকদের সাথে আইন-শৃংখলা বিষয়ক মতবিনিময় করেন পুলিশ সুপার জায়েদুল আলম (পিপিএম)। আজ পুলিশ সুপারের কার্যলয়ের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় সভার সভাপত্বি করেন, পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম (পিপিএম)। আগামী ৭ থেকে ৯ ডিসেম্বর মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভা ৪টি মাঠে তিনদিন ব্যাপি জেলা ইজতেমা শুরু হবে। এই ইজতেমাকে কেন্দ্র করে পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ নজরদারী। পুরো ইজতেমা মাঠ জুড়ে থাকবে সিসি ক্যামেরার আওতাভুক্ত।
পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম বলেন, বিশ্ব ইজতেমার অংশ হিসেবে এবারই প্রথম মুন্সিগঞ্জ জেলার ইজতেমা মাঠ মিরকাদিমে হতে যাচ্ছে। এখানে আইন শৃক্ষলা বাহিনির সর্বচ্চ নিরাপত্তা ব্যবস্থার বিধান রাখা হচ্ছে। ইজতেমা এলাকা তিন স্তরের নিরাপত্তার বলয়ে ডেকে রাখা হবে। কোথাও কোন প্রকার অনিয়ম বা বিশৃক্ষলা হতে দেওয়া হবেনা। পর্যপ্ত পরিমাণ স্থল পুলিশ,নৌ-পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্যসহ ইজতেমা কমিটির নিজেস্ব বলেন্টিয়ার থাকবেন। যানজট নিরসনে বিশেষ ব্যবস্থা থাকবে। সর্বপরি এই ইজতেমাকে সফল করতে তিনি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
মিরকাদিম পৌর সভার মেয়র মো. শহিদুল ইসলাম শাহিন,বলেন, প্রাচীন ও ঐতিহাসিক মিরকাদিম এলাকায় বাবা আদম(র) ইসলাম প্রচারের জন্য এসেছিলেন। এ এলাকা সেই থেকে প্রসিদ্ধ এবং এরই ধারাবাহিকতায় এবারই প্রথম ইজতেমা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখানে বিদেশি মেহমানও থাকবেন। তাদের থাকার সুবন্দবস্ত করা হয়েছে। জেলার বিভিন্ন এলাকা থেকে আগত সকলেই যেন এই ইজতেমায় শরিক হতে পারেন সে আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে, মাঠ পরিচালনা কমিটির সভাপতি ফজলুল হক বলেন, ৬টি উপজেলা থেকে প্রায় ১ লাক্ষ লোক জামায়েত হবে। এতে মুসল্লিদের সকল ধরনের সুভিধাসহ প্রর্যাপ্ত অজুখানা,সুপেয় পানি,বাথরুম গোসলখানা, বিশ্রামাগারের ব্যবস্থা গ্রহন করা হয়েছে। আগত মুসল্লিদের কোন প্রকার সমস্যা হবে না। ৯ ডিসেম্বর তিন দিনের ইজতেমা শেষ করে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর) আসাদুজ্জামান, ডিআইও-১ নজরুল ইসলাম, সদর থানার ভারপাপ্ত কর্মকর্তা মো: আলমগীর হোসাইন, জেলা গোয়েন্দা শাখার অফির্সাস ইনর্চাজ মো: ইউনুচ আলী, শহর জামে মসজিদের ইমাম মুফতি মুহা. শহিদুল্লাহ ,দৈনিক সভ্যতার আলোর সম্পাদক মীর নাসির উদ্দিন উজ্জল, মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট লাবলু মোল্লা, বিক্রমপুর প্রেসক্লাবের সভাপতি মাসুদ খান, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ভকতোষ চৌধুরী নুপুর, সাংগঠনিক সম্পাদক মঈনউদ্দিন সুমন, সাংবাদিক মাসুদ রানা, আবু হানিফ রানা, নাদিম মাহামুদ, সুমিত সরকার, রাজিব বাবু প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার