দিনাজপুরে ইতালিয় নাগরিক ও ধর্মযাজক ডা. পিয়েরো পারোলারীকে গুলি করে হত্যা চেষ্টার মামলার ৫ জন জেএমবি’র সদস্যের বিরুদ্ধে চার্জ গঠন করেছে আদালত।
আগামী ১৩ ডিসেম্বর থেকে এই মামলার স্বাক্ষ্য গ্রহণ কার্যক্রম শুরু করারও আদেশ দেন তিনি।
বুধবার দিনাজপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতের বিচারক শ্রী বিশ্বনাথ মন্ডল এই চার্জ গঠন করেন।
চার্জ গঠনে অভিযুক্ত আসামিরা হলেন- জেএমবি’র শীর্ষ ক্যাডার শরিফুল ইসলাম ওরফে ডেনিস, জেএমবি নেতা মোসাব্বিরুল আলম খন্দকার, সাখাওয়াত হোসেন ওরফে শফিক, সারওয়ার হোসেন বাবু ওরফে মিজান ও আব্দুর রহমান পিন্টু।
বিচারক ১৩ ডিসেম্বর মামলার পরবর্তী তারিখে এজাহারকারীসহ ৩ জনকে সাক্ষ্যদানের জন্য আদেশ দেন।
দিনাজপুর আদালতের কোর্ট ইন্সপেক্টর রবিউল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ২০১৫ সালের ১৮ নভেম্বর সকাল সাড়ে ৭টায় দিনাজপুর শহরের মির্জাপুর বাস টার্মিনালের পাশে ইতালিয় নাগরিক ধর্মযাজক পিয়েরো পারোলারীকে পিছন থেকে নব্য জেএমবির সদস্যরা মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় গুলি করে পালিয়ে যায়। পিয়েরো পারোলারীকে প্রথমে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা সামরিক হাসপাতালে চিকিৎসা দিয়ে সুস্থ করা হয়। এ ঘটনায় দিনাজপুর কসবা মিশনের ফাদার ইনচার্জ সিলাস কুজুর বাদী হয়ে ৮ জঙ্গীকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের এসআই বজলুর রশিদ তদন্ত করে ২০১৬ সালের ৩০ জুন ৮ নব্য জেএমবির সদস্যের বিরুদ্ধে আদালতে চার্জশিট পেশ করেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন