আশুলিয়ায় সাজ্জাদুর রহমান সাকিব নামে (৪) এক শিশুকে অপহরণের ঘটনায় এক দম্পতিকে আটক করেছে এলাকাবাসী। এসময় অপহরণ হওয়া শিশুটিকেও উদ্ধার করা হয়েছে। আজ আশুলিয়ার চাকলগ্রাম এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। পরে আটককৃতদের পুলিশে সোপর্দ করা হয়েছে।
খবর পেয়ে র্যাব-৪ এর নবীনগর ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শ করেছেন। এসময় র্যাবের পক্ষ থেকে অপহরণকারী আটকের বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে। আটককৃতরা হলো- চাকলগ্রাম এলাকার আনোয়ার হোসেনের বাড়ি ভাড়াটিয়া রোমান (২৫) ও তার স্ত্রী প্রিয়া আক্তার (২২)। এদের মধ্যে প্রিয়ার বাড়ি গোপালগঞ্জ ও রোমানের বাড়ি যশোর বলে জানা গেছে।
উদ্ধার হওয়া শিশুর বাবা আনোয়ার হোসেন জানান, সকালে আমার ছেলে সাকিব বাসার সামনে খেলা করছিল। হঠাৎ করে তাকে খোজে পাওয়া যাচ্ছিলনা। অনেক খোঁজাখুজির পর এলাকাবাসীর সহায়তায় সাকিব উদ্ধার হওয়ার পর জানতে পারি আমার বাড়ির ভাড়াটিয়া প্রিয়া আক্তার ও তার স্বামী রোমান আমার ছেলে সাকিবকে জুস খাইয়ে কৌশলে অপহরণ করে নিয়ে যায়। তারা বাড়ি ভাড়ার নেয়ার সময় নিজেদের পুলিশ সদস্য বলে পরিচয় দিয়েছিল।
উদ্ধারকারী আঞ্জুয়ারা বেগম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, সকাল সাড়ে ১০ দিকে প্রিয়া আক্তার নিজেকে পুলিশ পরিচয় দিয়ে সাকিবকে আমার কাছে রেখে আসেন। সে বলেছিলো আমার স্যার ফোন করেছে তাই ছেলেটিকে আপনার কাছে একটু রাখেন কিছুক্ষণ পর এসে নিয়ে যাব। কিন্তুু প্রায় তিন ঘন্টার পার হয়ে গেলেও ছেলেটিকে নিতে না আসায় বিষয়টি প্রতিবেশীদের জানাই। পরে একটি ছেলে পাওয়া গেছে বলে বিষয়টি মাইকিং করা হলে জানতে পারি চাকলগ্রাম ছেলেটিকে পাওয়া যাচ্ছিল না। এসময় ওই ছেলেকে তার বাড়িতে নিয়ে গিয়ে বাবা মায়ের কাছে পৌছে দিই।
জানতে চাইলে ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের ওসি এএফএম সায়েদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এই নামে আমাদের কোন পুলিশ সদস্য নেই। একটি চক্র পুলিশের নাম ভাঙ্গিয়ে এ ধরনের অপকর্ম করে থাকে।
এব্যাপারে র্যাব-৪ এর নবীনগর ক্যাম্পের অধিনায়ক মেজর আব্দুল হাকিম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, অপহরণের খবর শুনে আমরা ঘটনাস্থলে গিয়ে বিষয়টির সত্যতা পেয়েছি। অপহরণকারীরা নিজেদেরকে পুলিশ পরিচয় দিয়ে বাসা ভাড়া নিয়েছিল। তাই ঘটনাটি থানা পুলিশকে অবহিত করা হয়েছে। তারা অপহরণকারীদের আটক করে থানায় নিয়ে যাবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার