বরিশাল মহানগর জামায়াতের আমিরসহ ৩০ নেতাকর্মীর বিরুদ্ধে একটি মামলায় আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক আব্দুল কুদ্দুস মোল্লা সংশ্লিষ্ট আদালতের নিবন্ধন কর্মকর্তার কাছে এই অভিযোগপত্র জমা দেন।
অভিযোগপত্রে আসামিদের বিরুদ্ধে দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও মানবতা বিরোধী অপারাধের বিচার কার্যক্রম বিঘ্নিত এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। অভিযোগপত্রে আসামিদের মধ্যে উল্লেখযোগ্য হলো- মহানগর জামায়াতের আমির অ্যাডভোকেট মুয়াযয্ম হোসাইন হেলাল, নায়েবে আমীর বজলুর রহমান বাচ্চু, সেক্রেটারী জহির উদ্দিন মু. বাবর, সহকারী সেক্রেটারী মতিউর রহমান এবং ২৪ নম্বর ওয়ার্ড সেক্রেটারী আব্দুল বারেক হাওলাদার।
২০১৬ সালের ২৪ আগষ্ট নগরীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতু (দপদপিয়া) এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ২৪ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারী আব্দুল বারেক মোল্লার বাসায় অভিযান চালিয়ে জামায়াত নেতাকর্মীদের আটক করে পুলিশ।
বিডি প্রতিদিন/এ মজুমদার