নাটোর সদর উপজেলার লক্ষিপুর খোলাবাড়িয়া ইউনিয়নের পশ্চিমপাড়া,গাজীপুর, পারআটঘরিয়া, ইব্রাহিমপুর গ্রামের ৩৫০টি পরিবারের মাঝে বিদ্যুৎ সংযোগের শুভ উদ্বোধন করা হয়েছে । আজ বিকেলে লক্ষীপুর খোলাবাড়িয়া এলাকায় আলীম মাদ্রাসা মাঠে লক্ষিপুর খোলাবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান বাতেন ভূইয়ার সভাপতিত্বে ৩৫০টি পরিবারের গ্রাহকের মাঝে ৪.১৮ কিমি এলাকায় ৬৫,২৩,২০০ টাকা ব্যায়ে শুভ বিদ্যুতায়ন করেন নাটোর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম শিমুল।
এসময় বিদ্যুতায়ন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম পিপি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক সামসুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ মর্ত্তোজা আলী বাবলু, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দীলিপ কুমার দাস, নাটোর পল্লী বিদ্যুৎ-০১এর এজিএম নূরে-আলম প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার