বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ৩০ নভেম্বর দেশজুড়ে সিপিবি, বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চার ডাকে অর্ধদিবস হরতালের সমর্থনে ফুলবাড়ীতে মশাল মিছিলে পুলিশী বাধায় মিছিলটি পণ্ড হয়ে যায়।
বুধবার সন্ধ্যায় দিনাজপুরের ফুলবাড়ীর নিমতলা মোড়ে হরতাল সমর্থনে একটি পথসভা করা হয়।
পথসভা শেষে রাতে হরতাল সমর্থনে একটি মশাল মিছিল বের হয়। মিছিলটি শহরের বাজারের দিকে যাওয়ার পথে জনতা ব্যাংক এলাকায় পুলিশ বাধা প্রদান করে। পুলিশের বাধায় মিছিলটি ভণ্ডুল হয়ে যায়।
পথসভায় বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ফুলবাড়ী শাখার সভাপতি জয় প্রকাশ, সধারণ সম্পাদক এসএম নুরুজ্জামান জামান, ইউনাইটেড কমিউনিস্ট লীগ ফুলবাড়ী শাখার সম্পাদক সঞ্জিত প্রসাদ জিতু, বিপ্লবী ছাত্র মৈত্রীর উপজেলা আহ্বায়ক রাসেল আলম, ছাত্র ইউনিয়ন ফুলবাড়ী শাখার সুমন প্রমূখ।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন