করদাতাকে ভুল তথ্য দেয়ার অভিযোগে বরিশাল কর কমিশনার কার্যালয়ের ডাটা এন্ট্রি অপারেটর কাম অফিস সহকারী আতিকুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ তাকে সাময়িক বহিষ্কার করা হয়।
কর কমিশনার কার্যালয় সূত্র জানায়, গত ২৪ নভেম্বর থেকে বরিশাল কর কমিশনার কার্যালয় চত্তরে আয়কর সপ্তাহ চলছে। বুধবার ওই মেলায় রিটার্ন দাখিল করতে আসেন জনৈক ডা. আবুল হোসেন। তিনি ডাটা এন্ট্রি অপারেটর আতিকের কাছে তার ফরম পূরণে সহযোগিতা চান। আতিক ইচ্ছাকৃতভাবে তার ফরমে একাধিক ভুল তথ্য প্রদান করেন। এমনকি ফরমে কাটাছেড়া করেন। ওই কারদাতাকে দিয়ে সাধারণ পদ্ধতিতে রিটার্ন ফরম দাখিল করান। ফরম পূরন করানো নিয়ে আতিক ওই করদাতার সাথে অশোভন আচরণ করেন। বিষয়টি করদাতা সেখানকার কর কমিশনারের কাছে মৌখিকভাবে অবহিত করেন। কর কমিশনার তাকে লিখিত অভিযোগ দিতে বলেন। করদাতা ডা. আবুল হোসেন এ বিষয়ে কর কমিশনারকে লিখিত অভিযোগ করেন। লিখিত অভিযোগ পাওয়ার পরই কর কমিশনার তার কার্যালয়ের ডাটা এন্ট্রি অপারেটর কাম অফিস সহকারী আতিকুর রহমানকে সাময়িক বরখাস্ত করেন।
বরিশালের কর কমিশনার মো. জাহিদ হাছান জানান, করদাতা লিখিতভাবে বিষয়টি অবহিত করার পর ডাটা এন্ট্রি অপারেটর আতিকুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
কর কমিশনারের কার্যালয়ের নির্ভরযোগ্য সূত্র জানায়, ডাটাএন্ট্রি অপারেটর বিভিন্ন ব্যক্তিকে ভুলভাবে ফরম পূরন করিয়ে পরবর্তীতে ওই ব্যক্তিকে জিম্মি করে টাকার বিনিময়ে ফরমের তথ্য ঠিক করে দেন। এ জন্য সে অফিসে ‘দালাল আতিক’ হিসেবে পরিচিত।
বিডি প্রতিদিন/এ মজুমদার