দিনব্যাপী বন্ধ থাকার পর অবশেষে বুধবার রাতে মাদারীপুর জেলা প্রশাসনের আশ্বাসে অনির্দিষ্টকালের ডাকা ধর্মঘট প্রত্যাহার করেছে মাদারীপুর কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি। তবে সমস্যাস্থায়ী সমাধানের জন্যে ২ দিনের আল্টিমেটাম দেন দোকানীরা।
সমিতির মাদারীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সাকিব হাসান জানান, দীর্ঘ দিন ধরে ভোক্তা অধিকার অধিদপ্তরের লোকজন ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা নিষিদ্ধ ওষুধ সরবরাহের অজুহাত দেখিয়ে জেলার ওষুধের দোকানগুলো থেকে অবৈধভাবে চাঁদা নিচ্ছেন। সেই সঙ্গে নানাভাবে হয়রানিও করা হচ্ছে। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন দোকানিরা।
পরে সোমবার সকাল থেকে পুরো দিন বন্ধ থাকার পর রাতে জেলা প্রশাসক ওয়াহিদ ইসলাম ও পুলিশ সুপার সরোয়ার হোসেনের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করা হয়। তবে কোনো পূর্ব ঘোষণা ছাড়া মাদারীপুর জেলার ৮০০ ঔষুধের দোকান একযোগে বন্ধ করে দেওয়ায় চরম ভোগান্তি পড়েন সাধারণ মানুষ।
বিডি-প্রতিদিন/ ৩০ নভেম্বর, ২০১৭/ ওয়াসিফ