সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বুধবার রাতে ৬০ পুরিয়া হেরোইনসহ ২ মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। উপজেলার আরএস রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এ ব্যাপারে উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) সবুজ রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে স্বপন আলী ও সোহেলকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছে থেকে ৬০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।
আটকরা হলেন- উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের লাহিড়ীপাড়া গ্রামের শাহান আলীর ছেলে স্বপন আলী (২৬) ও একই এলাকার মৃত নুরে আলমের ছেলে স্বপন আলী প্রাং (২৩)।
বিডি-প্রতিদিন/ ৩০ নভেম্বর, ২০১৭/ ওয়াসিফ