নওগাঁর বদলগাছী উপজেলায় গাঁজাসহ এক মাদক বিক্রেতাকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। তার নাম শামীম হোসেন, বয়স ২২ বছর। বুধবার দিনগত রাতে তাকে আটক করা হয়।
এ ব্যাপারে জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রফিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার কোলা টু ভান্ডারপুর সড়কের কোলার পালসা নামকস্থানে পাকা সড়কের উপর থেকে শামীমকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে এককেজি গাঁজা উদ্ধার করা হয়।
তার বিরুদ্ধে বদলগাছী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
আটক শামীম হোসেন উপজেলার বইকন্দপুর উওরপাড়া গ্রামের আতারুল রহমানের ছেলে।
বিডি-প্রতিদিন/ ৩০ নভেম্বর, ২০১৭/ ওয়াসিফ