ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে বুধবার দিনগত রাত সাড়ে ৩টা থেকে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে যানবাহন ও যাত্রী নিয়ে মাঝপদ্মায় ৫টি ফেরি আটকা পড়েছে।
বিষয়টি নিশ্চিত করে দৌলতদিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, মধ্যরাত থেকে নদীতে প্রচুর কুয়াশা পড়তে শুরু করে। যে কারণে নৌরুটে দুর্ঘটনা এড়াতে রাত সাড়ে ৩টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
এতে নৌরুটের মাঝপদ্মায় যানবাহন ও যাত্রী নিয়ে ছোট-বড় মিলে ৪/৫টি ফেরি আটকা পড়েছে বলেও জানান তিনি।
ফেরি চলাচল বন্ধ থাকার কারণে নৌরুটের উভয় ঘাট এলাকায় কয়েকশ’ যানবাহন নৌরুট পারাপারের অপেক্ষায় রয়েছে বলে জানান পাটুরিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের মহাব্যবস্থাপক জিল্লুর রহমান।
বিডি প্রতিদিন/৩০ নভেম্বর ২০১৭/এনায়েত করিম