মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হকের দ্বিতীয় নামাজে জানাজা ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
জানাজার আগে বীর মুক্তিযোদ্ধা ছায়েদুল হককে গার্ড অব অনার প্রদান করে এক মিনিট নীরবতা পালন করা হয়। এর আগে সকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার প্রথম জানাজা সম্পন্ন হয়।
দ্বিতীয় জানাজায় ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের (কসবা ও আখাউড়া) সংসদ সদস্য আইনমন্ত্রী আনিসুল হক, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের (সদর ও বিজয়নগর) সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, বাঞ্ছারাম-৬ আসনের সংসদ সদস্য এবিএম তাজুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সাংসদ জিয়াউল হক মৃধা, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার, মৎস্য অধিদপ্তের মহাপরিচালক আরিফ আজাদের পাশাপাশি বিএনপিসহ বিভিন্ন দলের নেতাকর্মী এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন