উৎসব মুখর পরিবেশে হয়ে গেলো রাঙামাটি মাউন্টেইন বাইক প্রতিযোগিতা।
রবিবার সকালে শহরের আসামবস্তি ব্রীজ এলাকায় বিজয় দিবস উপলক্ষে পার্বত্য মন্ত্রণালয়ের উদ্যোগে ও বাংলাদেশ এ্যাডভেঞ্চার ক্লাবের আয়োজিত মাউন্টেইন বাইক প্রতিযোগিতা রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।
এ সময় রাঙামাটি ৩০৫ পদাতিক ব্রিগেড ও রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম ফারুক, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব এএইচএম শাহেদ রেজা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ মুখ্য নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমেদ, জেলা পরিষদ সদস্য সবির কুমার চাকমা, পরিষদ সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা, বাংলাদেশ এ্যাডভেঞ্চার ক্লাবের সাধারণ সম্পাদক মশিউর খন্ডকার, রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বরুন বিকাশ দেওয়ান উপস্থিত ছিলেন।
এ সিএইচটি মাউন্টেইন বাইক প্রতিযোগিতায় মোট ৫৩ জন প্রতিযোগি সাইক্লিস্ট অংশগ্রহণ করেন। এ মধ্যে রাঙামাটি থেকে এক নারীসহ ৬জন, খাগড়াছড়ি থেকে ৬জন ও বান্দরবান থেকে ৬জন করে মাউন্টেইন প্রতিযোগি অংশগ্রহণ করেন। এছাড়া জাতীয় সাইক্লিস্ট রয়েছে ৩৫জন।
রাঙামাটি শহরের আসামবস্তি বীজ এলাকা থেকে শুরু হওয়া মাউন্টেইন বাইক প্রতিযোগিতা বান্দরবানের নীলাচলে গিয়ে শেষ হবে। এসব প্রতিযোগিদের জন্য অনুসরণের জন্য বিশেষ পর্যবেক্ষণ দল গঠন করা হয়েছে। এছাড়া সড়ক পথে বেপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, পার্বত্যাঞ্চলের পর্যটন সম্ভবনাময় খাতকে বিশ্বের কাছে তুলে ধরতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও পার্বত্য জেলা পরিষদ ২য় বারের মতো মাউন্টেইন বাইক প্রতিযোগীতার আয়োজন করেছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন