বরিশালে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মানহানিকর বক্তব্য দেওয়ায় তার বিরুদ্ধে মামলাটি করা হয়।
বরিশাল আদালতের বিচারক মোহাম্মদ শাহীন উদ্দিন অভিযোগটি আমলে নিয়ে মাহমুদুর রহমানের বিরুদ্ধে সমন জারি করেছেন। মামলার পরবর্তী তারিখ আগামী ২৯ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।
রবিবার বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নালিশি অভিযোগ করেন বরিশাল জেলা আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক অ্যাডভোকেট কাইয়ুম খান কায়সার।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন