মুন্সীগঞ্জে লোকনাথ চন্দ্র দাস (২০) নামের এক যুবককে কুপিয়েছে দুর্বৃত্তরা। সদর উপজেলার গোসাইবাগ এলাকায় রবিবার রাতে এ ঘটনা ঘটে। আহত যুবক মুন্সীগঞ্জ শহরের মালপাড়া এলাকার শরজিত চন্দ্র দাসের ছেলে। তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত যুবক লোকনাথ জানান, বাগবাড়ি গোসাইবাগ এলাকায় সনু মেম্বারের ছেলে সুজনের নেতৃত্বে একটি সংঘবদ্ধ দল এসে আমাকে কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসাইন জানান, ঘটনার খবর পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার