‘নিরাপদ অভিবাসন যেখানে, টেকসই উন্নয়ন সেখানে’ শ্লোগান নিয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে বরিশালে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় বরিশাল সার্কিট হাউজ চত্ত্বর থেকে জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উদ্যোগে একটি র্যালি বের হয়। র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বান্দ রোডে গিয়ে শেষ করে।
র্যালি শেষে বান্দ রোডের জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের হল রুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস সহকারী পরিচালক এ.কে.এম সাহাবুদ্দিন আহম্মেদ।
বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম, প্রকৌশলী সাজ্জাদ হোসেন, আবুল কালামসহ উপস্থিত অতিথিবৃন্দ।
বিডি প্রতিদিন/১৮ ডিসেম্বর ২০১৭/ওয়াসিফ