কেরানীগঞ্জে সোমবার সকালে মডেল থানাধীন ভাংনা সিসা কারখানার সামনে থেকে ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে আটক করেছে পুলিশ।
কেরানীগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) এস এম মেহেদী হাসান জানান, ভাংনা সিসা কারখানার সামনের সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ১০/১২ জনের একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে সেখানে অভিযানে চালানো হয়। এসময় চারজনকে আটক করতে পারলেও বাকিরা পালিয়ে যান। তাদের কাছ থেকে দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
আটক ব্যক্তিরা হলেন- সুমন হাওলাদার (২৫), নেসার গাজী (৩২), হারুন বিশ্বাস (৪৫) ও মহসিন মোল্লা (৩২)।
বিডি প্রতিদিন/১৮ ডিসেম্বর ২০১৭/ওয়াসিফ