চাঁদাবাজি ও অপহরণ মামলার আসামি সিলেটের ফেঞ্চুগঞ্জে উপজেলা ছাত্রলীগের পাঁচ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিন্ধান্ত মোতাবেক ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি জালাল আহমদ, সাংগঠনিক সম্পাদক জাবেদুর রহমান ডেনেস, সোয়েব, ছাত্রলীগকর্মী কাবিলুর রহমান সুহেল ও ফয়সল আহমদকে দলীয় শৃঙ্খলা ভঙের দায়ে বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন