ঠাকুরগাঁওয়ে জমি বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছে। আজ বুধবার সকালে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁ ইউনিয়নের আসাননগর গ্রামের হবিবর রহমানের জমি নিয়ে প্রতিবেশী আবু হোসেনের সাথে বাকবিতন্ডা হয়।
এসময় আবু হোসেনের লোকজন হবিবরের উপড় হামলা চালায়। পরে তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি বলে জানান সদর থানার ওসি আব্দুল লতিফ।
বিডি প্রতিদিন/১৭ জানুয়ারি ২০১৮/হিমেল