হবিগঞ্জের মাধবপুর উপজেলায় তেলিয়াপাড়া বাগান এলাকা থেকে মঙ্গলবার ভোরে ৪১ সিএফটি চোরাই সেগুন কাঠ বোঝাই পিকআপ ভ্যান জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা। তবে এঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
এ ব্যাপারে বিজিবি-৫৫ ব্যাটালিয়ন অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আছাদুদ জানান, তেলিয়াপাড়া সীমান্ত ফাঁড়ির নায়েক সুবেদার হাবিবুর রহমানের নেতৃত্বে একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় বিজিবি’র উপস্থিতিটের পেয়ে চোরাই দলের সদস্যরা পালিয়ে যায়।
পরে ৪১ সিএফটি সেগুন কাঠ বোঝাই পিক আপ ভ্যানটি জব্দ করা হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান কর্নেল আছাদুদ।
বিডি প্রতিদিন/১৭ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ