খুলনার চুকনগরে প্রতিপক্ষের হামলায় ৭ জন আহত হয়েছেন। এসময় মাছের ঘের লুট ও বাড়ির মালামাল ভাঙচুরের ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে।
আজ দুপুরে স্থানীয় নিতু গ্রামের ওয়াসিম সরদারের ঘের-বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। এতে ওয়াসিম সরদারসহ ৭ জন আহত হয়। তাদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ হামলায় জড়িত সন্দেহে মিন্টু ও অপূর্ব সরদার নামের দু’জনকে আটক করেছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার