কক্সবাজারের পেকুয়ায় উপজেলার শীলখালী ইউনিয়নের কাচারামোড়া এলাকায় অভিযান চালিয়ে ১৮০ পিস ইয়াবাসহ তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার সকাল ১১টার দিকে তাদের আটক করা হয়।
এ ব্যাপারে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনজুর কাদের মজুমদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের তল্লাশি করে ১৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের প্রক্রিয়া চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
আটকরা হলেন- টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ডাইল্লা বিল এলাকার খুইল্লা মিয়ার ছেলে নুরুল আলম, পেকুয়া উপজেলার শীলখালী ইউনিয়নের লম্বা মোরা এলাকার বাদশার মিয়ার ছেলে মোস্তাক আহমদ ও একই এলাকার আব্দুর সত্তারের ছেলে আবু ছৈয়দ।
বিডি প্রতিদিন/১৭ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ