দিনাজপুরের পার্বতীপুরে ক্যানেলের পাড় কেটে জমি বের করা হচ্ছে। মাটি কাটা হলে আগামী বর্ষা মৌসুমে ক্যানেলের পাড় ধসে গিয়ে ব্রক্ষ্মত্তোর সোনাপুকুর গ্রাম তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
জানা যায়, পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডি ইউনিয়নের ব্রক্ষ্মত্তোর সোনাপুকুর গ্রামের পশ্চিমে ‘তিস্তা বগুড়া ক্যানেল’র সোনাপুকুর গ্রামের জনৈক ব্যক্তি দিনমজুর লাগিয়ে ক্যানেরের পাড় কেটে জমি বের করছেন। সেখানে আরো কয়েক জনকে তিস্তা ক্যানেল পাড়ের মাটি কাটতে দেখা গেছে।
পার্বতীপুরের হেলারচক গ্রামের দিনমজুর তোজাম্মেল জানান, তারা ৪ জন দৈনিক হাজিরা হিসেবে মাটি কাটছে।
সৈয়দপুর পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, অভিযোগ পেয়েছি। ক্যানেলের পাড় কেটে জমি বের করা আইনগত অপরাধ। অভিযুক্তদের কাছে নোটিশ পাঠানো হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার