চুয়াডাঙ্গার পৃথক স্থানে অভিযান চালিয়ে তিন লাখ ৫৭ হাজার ৬০০ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবির ৬ ব্যাটালিয়ন সদস্যরা। বুধবার রাত ১০টায় পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক লে. কর্নেল মো. ইমাম হাসান।
জব্দ মালামালের মধ্যে রয়েছে- শাড়ি, থ্রি-পিচ, টু-পিচ, ওড়না, পাঞ্জাবী-পায়জামা, পাঞ্জাবীর কোটি, শাল, সালোয়ার-কামিজের কাপড়, ওড়না, জ্যাকেট ও ইমিটেশন অলঙ্কার।
চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক লে. কর্নেল মো. ইমাম হাসান জানান, বুধবার দর্শনা আইসিপির (আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র) টহল কমান্ডার হাবিলদার মো. ইকবাল হোসেন গোপন সংবাদে আলাদা দুটি অভিযান চালায়। এতে উল্লেখিত মালামাল আটক করে বিজিবি সদস্যরা।
জব্দ মালামাল দর্শনা কাস্টমস অফিসে জমা দেয়া হয়েছে বলেও জানান বিজিবি পরিচালক।
বিডি প্রতিদিন/১৭ জানুয়ারি ২০১৮/এনায়েত করিম