সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করার দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাধারণ ছাত্র পরিষদ। জেলা সাধারণ ছাত্র পরিষদের উদ্যোগে শনিবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন চলে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা সাধারণ ছাত্র পরিষদের সভাপতি মো. এনামুল হক, সহ-সভাপতি মাইন উদ্দিন, মো. হাফিজুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. যুবায়ের হোসেন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩০ থেকে বাড়িয়ে ৩৫ করতে হবে। দেশে গড় আয়ু যখন ৪৫ ছিল তখন চাকরিতে প্রবেশের বয়স ছিল ২৭, গড় আয়ু ৫০ ছাড়ালো তখন প্রবেশের বয়স হলো ৩০। বর্তমানে গড় আয়ু ৭১ বছর। তাই এখন চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করা যৌক্তিক।
বিডি প্রতিদিন/২৭ জানুয়ারি ২০১৮/এনায়েত করিম