নাটোরের বড়াইগ্রামে চোলাই মদ তৈরি ও বিক্রির দায়ে মেরী বিশ্বাস (৫৫) নামে এক নারীকে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার পারভেজ এই রায় দেন।
দণ্ডপ্রাপ্ত মেরী মাঝগাঁও ইউনিয়নের বাহিমালী গ্রামের সোলেমন বিশ্বাসের স্ত্রী।
স্থানীয় ইউপি সদস্য জাহিদুল ইসলাম জাহিদ জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোর জেলার পরিদর্শক আলমগীর পাশাসহ সঙ্গীয় ফোর্স বাহিমালী গ্রামের মেরীর বাড়িতে অভিযান চালায়। এ সময় ৪ লিটার দেশি তৈরি চোলাই মদ ও ২০০ লিটার কাঁচামাল তরল পচন উদ্ধার করা হয়। এসময় তাকে আটক করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে কারাদণ্ডাদেশ প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/২৭ জানুয়ারি ২০১৮/এনায়েত করিম