পটুয়াখালীর কলাপাড়ায় জনগোষ্ঠীর উদ্যোগে দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ ওরিয়েন্টেশন সম্পন্ন হয়েছে। আজ উপজেলার বানাতিবাজারে ইউডিএমসি ও ওয়াশ কমিটির সদস্যদের নিয়ে এ ওরিয়েন্টেমনের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সনংস্থা ফ্রেন্ডশীপ।
ফিল্ড ফেসিলেটর আহসান উল্লাহর সঞ্চালনায় লালুয়া ইউপি চেয়ারম্যান মীর তারিকুজ্জামান তারার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, ঘূর্নিঝড় প্রস্তুতি কর্মসূচি কলাপাড়া উপজেলা সহকারী পরিচালক আসাদউজ্জামান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী পরিচালক জিহাদ হোসেন, ফ্রেন্ডশীপের প্রকল্প ব্যবস্থাপক জুয়েল হাসান।
জনগোষ্ঠীর উদ্যোগে দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ নর্থ এন্ড সাউথ প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন জুয়েল হাসান। উপস্থিতিদের মঝে দুর্যোগ, ঝুকি, আপদ ও আগাম সতর্কীকরণসহ জলবায়ু পরিবর্তনের সাথে ক্ষাপ খাওয়ানোর কৌশল এবং গ্রীনহাউজ গ্যাসের প্রতিক্রিয়ার ধারণা প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার