কুমিল্লায় গোমতী নদী থেকে শ্রাবণ (১৫) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সন্ধ্যায় গোমতী নদীর জেলার আদর্শ সদর উপজেলার কাপ্তানবাজারের বালু মহাল এলাকা থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত শ্রাবন কুমিল্লা নগরীর উত্তর আশ্রাফপুর (হালুয়াপাড়া) এলাকার বাসিন্দা সুমন মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শ্রাবণ তার বাবার সাথে অটো রিক্সা ও রং মিস্ত্রির কাজ করতো। গত শুক্রবার সকাল থেকে সে নিখোঁজ ছিল। শনিবার সন্ধ্যায় গোমতী নদীর কাপ্তানবাজার বালু মহাল এলাকায় লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
রাতে কোতয়ালী মডেল থানার এসআই অনিমেষ জানান, খবর পেয়ে নদীতে ভাসমান অবস্থায় লাশটি রশি বেঁধে নদীর তীরে আনা হয়, তাৎক্ষণিকভাবে তার মৃত্যুর কারণ জানা যায়নি। লাশটি উদ্ধারের পর তার বাবা লাশের সনাক্ত করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার