বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার মাহিলাড়া বাসস্ট্যান্ড এলাকায় ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে উপেন হালদার (৬৫) নামে এক পান ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত উপেন ওই উপজেলার বাঘার গ্রামের মৃত লক্ষ্মীকান্ত হালদারের ছেলে। পুলিশ ঘাতক ট্রাকটি আটক করলেও চালক ও হেলপার পালিয়েছে।
গৌরনদী হাইওয়ে থানার ওসি শাহাদাত হোসেন জানান, শনিবার পান বিক্রির জন্য উপেন ঢালা মাথায় নিয়ে মাহিলাড়া বাসস্ট্যান্ড এলাকায় দোকানের দিকে যাচ্ছিলেন। এ সময় বরিশাল থেকে ফরিদপুরগামী ট্রাকটি উপনকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর চালক ও হেলপার ট্রাক ফেলে পালিয়ে যায়। ট্রাকটি পুলিশ আটক করেছে।
এ ঘটনায় মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি।
বিডি প্রতিদিন/২৭ জানুয়ারি ২০১৮/এনায়েত করিম