পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা, পেনশনসহ সকল সুবিধা রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রদানের দাবিতে তিনদিনের কর্মবিরতি আজ থেকে শুরু হয়েছে।
আজ রবিবার সকালে ফরিদপুর পৌরসভার সকল কার্যক্রম বন্ধ রেখে কর্মবিরতি শুরু করে কর্মকর্তা-কর্মচারীরা। কর্মবিরতি চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশ পৌরসভা সার্ভিস এ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল আলিম মোল্যা, কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি আজিজুল ইসলাম বাদল, বৃহত্তর ফরিদপুরের আঞ্চলিক কমিটির সভাপতি তানজিলুর রহমান, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, কেন্দ্রীয় নেতা ফজলুল করিম আলাল, সৈয়দ আশরাফ হোসেন প্রমুখ।
বক্তারা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দেশের ৩২৭টি পৌরসভার ৩২ হাজার ৫শ কর্মকর্তা-কর্মচারীরা বর্তমানে মানবেতরভাবে দিন কাটাচ্ছে। দিনের পর দিন বেতন-ভাতা না পেয়ে অনেকে পরিবার পরিজন নিয়ে অনাহারে-অর্ধাহারে দিন কাটাতে বাধ্য হচ্ছে। পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের অভুক্ত রেখে পৌরবাসীর সেবা করা কোন মতেই সম্ভব নয়। আন্দোলন কর্মসূচির অংশ হিসাবে তিন দিনের কর্মবিরতি শুরু হয়েছে। সরকার দ্রুত দাবি মেনে না নিলে আগামীতে লাগাতার কর্মবিরতি শুরু করা হবে। বাংলাদেশ পৌরসভা সার্ভিস এ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির ডাকে তিনদিনের এ কর্মসূচির প্রথম দিনে ফরিদপুরের বিভিন্ন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন