বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দেয়া রায়ের প্রতিবাদে পৃথক পৃথক ভাবে ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। ওই এলাকায় পুলিশ এলে বিক্ষোভ মিছিলকারী এলাকা ত্যাগ করেন। আজ দিনাজপুর শহরের বালুবাড়ী (বিশ্বরোড) এলাকায় এবং ষষ্টিতলা-স্টেশনরোড এলাকায় এ বিক্ষোভ মিছিল বের করা হয়।
জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আমিনুল ইসলাম মুন্না ও ছাত্রদলের আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য মহিউদ্দীন মন্ডল বকুলের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে আরো ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহফুজুর রহমান, জেলা ছাত্রদল আহ্বায়ক কমিটির সদস্য ভিপি মাসুম খান প্রমুখ। অপরটিতে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহবায়ক বখতিয়ার আহমেদ কচি, মোন্নাফ মুকলের নেতৃত্বে ষষ্টিতলা-স্টেশনরোড এলাকায় এ বিক্ষোভ মিছিল বের করেছে। তবে পুলিশ এলে তারা সরে যান। এ সময় 'আমার নেত্রী আমার মা, বন্দী হতে দেব না, স্লোগান দেয় নেতাকর্মীরা।
বিডি প্রতিদিন/এ মজুমদার