বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাজার রায় ঘোষণার পর সাতক্ষীরায় সড়কের পাশে রাখা একটি এসি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরতলীর বাকাল এলাকায় এই ঘটনা ঘটে।
সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মেরিনা আক্তার জানান, বাকালে সড়কের পাশে একে ট্রাভেলসের একটি পরিত্যক্ত এসি বাস রাখা ছিল। সন্ধ্যায় কে বা কারা বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, একে ট্রাভেলসসহ আরও বেশ কয়েকটি বাস সব সময়ই বাকালে সড়কের পাশে রাখাছিল। সন্ধ্যার সময় ত্রাস সৃষ্টির জন্য বাকালে একটি পরিত্যক্ত বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনার জড়িতদের শনাক্তকরণে পুলিশ অভিযান শুরু করেছে।
বিডি প্রতিদিন/০৮ ফেব্রুয়ারি ২০১৮/আরাফাত