সিলেটের বিশ্বনাথ থানায় কর্মরত আবদুল হক (৫৬) নামে এক কনস্টেবল হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি হবিগঞ্জ সদর থানার পইল গ্রামের মৃত সাইম উল্লাহ'র ছেলে।
বুধবার রাত ৮টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে তাৎক্ষণিকভাবে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আবদুল হক গত বছরের ১৯ অক্টোবর বিশ্বনাথ থানায় কনস্টেবল হিসেবে যোগদান করেছিলেন। তার কনস্টেবল নং- ৬৬৭।
বিশ্বনাথে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দোহা বলেন, আব্দুল হকের লাশ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/০৮ফেব্রুয়ারি ২০১৮/আরাফাত