জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৫ বছরের কারাদণ্ডের প্রতিবাদে আজ কুমিল্লায় পৃথক বিক্ষোভ মিছিল করেছে বিএনপির দুইটি গ্রুপ। বৃহস্পতিবার দুপুরে আদালতের রায় ঘোষণার পর কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি নগরীর কয়েকটি স্থানে বিক্ষোভ মিছিল করে।
দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিন উর রশিদ ইয়াছিনের নেতৃত্বের বিক্ষোভ মিছিলটি নগরীর জেনারেল হাসপাতাল রোড থেকে সালাউদ্দিন মোড়ে এলে পুলিশ বাধা দেয়। মিছিলে দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, বিএনপি নেতা মোস্তফা জামান, আমিরুজ্জামান আমির,হাজী জসিম উদ্দিন, সফিউল আলম রায়হান,যুবদল নেতা আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম ও উৎবাতুল বারী আবু প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে, মহিলা কলেজ রোডে বিক্ষোভ মিছিল করে দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিটি মেয়র মনিরুল হক সাক্কুর গ্রুপ। এই মিছিলে বিএনপি নেতা সৈয়দ জাহাঙ্গীর,যুবদল নেতা ইউসুফ মোল্লা টিপু ও ছাত্রদল নেতা সাজ্জাদুল কবীর সাজ্জাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া বলেন, খালেদা জিয়াকে ৫ বছরের সশ্রম কারাদণ্ডের প্রতিবাদে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করেছে। এসময় তাদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ বাধা দিয়েছে।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল-মামুন বলেন, রায়ের পর কুমিল্লায় কোন ধরনের সহিংসতা ও আইনশৃঙ্খলা অবনতির ঘটনা ঘটেনি। তবে তারা একটি মিছিল করেছে বলে জানা গেছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার