খালেদা জিয়ার রায়ের প্রতিবাদে নোয়াখালী সদরের দত্তেরহাট বাজারে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের গুলিতে গুলিবিদ্ধসহ ৬ জন আহত হয়েছেন। এসময় শামীম (২৫) ও রুবেল (২২) নামে দুই বিএনপিকর্মী গুলিবিদ্ধ হয়েছে বলে অভিযোগ স্থানীয় বিএনপির। এছাড়া আইনজীবীসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে শহরের দত্তেরহাট বাজার ও জেলা জজ কোর্ট চত্বরে মিছিল এবং হামলার ঘটনা ঘটে।
এর আগে সকালে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩টি মাইক্রোবাসে হামলা চালিয়ে ভাঙচুর করে দুর্বৃত্তরা।
স্থানীয়রা জানায়, দুপুরে খালেদা জিয়ার রায় ঘোষণার পরই স্থানীয় বিএনপি এক বিক্ষোভ মিছিল বের করেন। এক পর্যায়ে পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে। এতে শামীম নামে এক বিএনপি কর্মী গুলিবিদ্ধ হয় এবং বেলাল উদ্দিন নামে এক দোকানদার আহত হয়।
এদিকে, রায় ঘোষণার পরপরই জেলা জজ আদালত চত্বরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা একটি প্রতিবাদী মিছিল বের করে। মিছিলে ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা করেছে বলে অভিযোগ আইনজীবীদের। এসময় অ্যাডভোকেট নিজাম উদ্দিন ও আবদুল মালেক আহত হন।
অপরদিকে, সকালে মাইজদী থেকে ক্যাম্পাসে যাওয়ার পথে সোনাপুর ধানের বাজারের সামনে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তির ৩টি মাইক্রোবাসে হামলা চালিয়ে ভাঙচুর করে দুর্বৃত্তরা। এসময় গাড়িতে থাকা এক শিক্ষকসহ দুইজন আহত হয়।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি অস্বীকার করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে, বিশৃঙ্খলা এড়াতে পুলিশ মিছিলকে ছত্রভঙ্গ করে দিয়েছে। তবে কোনো গুলির ঘটনা ঘটেনি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
বিডি প্রতিদিন/০৮ ফেব্রুয়ারি ২০১৮/আরাফাত