সাতক্ষীরায় সন্ত্রাস, নাশকতা ও জঙ্গি বিরোধী মটরসাইকেল শোভাযাত্রা ও মিছিল করেছে সাতক্ষীরা জেলা যুবলীগ। অন্যদিকে, সদর আওয়ামী লীগ ও জেলা মহিলা আওয়ামী লীগ যৌথ ভাবে দলীয় নেতা-কর্মীদের নিয়ে জমায়েত হয়ে অবস্থান নেয়।
আজ দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজার রায় ঘোষণাকে কেন্দ্র করে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে শহরের আমতলায় তারা সকাল থেকে দুপুর ৩টা পর্যন্ত জমায়েত হয়ে দলীয় নেতা-কর্মীদের নিয়ে সর্তকতা অবস্থান পালন করে।
এসময় সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ, সাধারন সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম ,সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহমেদ,সদর আওয়ামী লীগের সভাপতি এস এম শওকত হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহদাৎ হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জ্যোৎনা আরা, জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নান, যুগ্ন আহবায়ক জহিরুল হক নান্টু, আওয়ামী লীগ নেতা মোশারাফ হোসেন, সদর যুবলীগের সভাপতি মিজানুর রহমান, শহর যুবলীগের মনোয়ার হোসেন অনুসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে সকালে যুবলীগের আহবায়ক আব্দুল মান্নানের নেতৃত্বে শতাধীক মটরসাইকেল নিয়ে শহরে সন্ত্রাস ও জঙ্গি বিরোধী শোভাযাত্রা ও মিছিল করে।
বিডি প্রতিদিন/এ মজুমদার