মাগুরায় পুনর্বাসন সত্বেও ভিক্ষাবৃত্তি চালিয়ে যাওয়ায় জেলা ভিক্ষুক সমিতির সভাপতি আবুল কালাম আজাদকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী অফিসার আবু সুফিয়ান আজ বিকালে জানান- মাগুরা জেলাকে ভিক্ষুকমুক্ত করতে সরকারিভাবে নানা ধরনের পুনর্বাসন প্রক্রিয়া চলে আসছে। তা সত্বেও আবুল কালাম আজাদসহ বেশ কয়েকজন ভিক্ষাবৃত্তি করে গণ-উপদ্রবের সৃষ্টি করছেন।
আজ বৃহস্পতিবার দুপুরে আজাদসহ ১০ জন ভিক্ষুককে আটক করে সদর উপজেলা পরিষদ চত্বরে নিয়ে আসা হয়। এ সময় আজাদকে ৭দিনের বিনাশ্রম কারাদন্ড ও অন্যদের ভিক্ষাবৃত্তি না করার মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
উল্লেখ্য, আবুল কালাম আজাদের শহরের নিজনান্দুয়ালী এলাকায় নিজস্ব দ্বিতল বাড়িসহ বিভিন্ন প্রতিষ্ঠানে টাকা লগ্নি করা আছে। গত বুধবার তাকে মাগুরা জেলা প্রশাসনের পক্ষ থেকে ভিক্ষাবৃত্তি ছাড়তে বললে সে জানায়, আমাকে পাঁচ লক্ষ টাকা দিলে আমি ভিক্ষাবৃত্তি ছাড়তে পারি।
বিডি প্রতিদিন/এ মজুমদার