ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে বিজয় এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আগুন দিয়েছে অজ্ঞাতনামা দুবৃত্তরা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করেছে স্থানীয় রেলওয়ে পুলিশ।
বৃহস্পতিবার রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন রেলওয়ে থানার ওসি আব্দুল মান্নান ফরাজী।
তিনি বলেন, নাশকতা সৃষটির জন্য এ ঘটনা ঘটানো হয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। ইতোমধ্যে ৪ জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের সুপারিন্টেনডেন্ট জহুরুল ইসলাম জানান, কে বা কারা বিজয় এক্সপ্রেসের ২০৫০ নম্বর বগিতে আগুন দেয়। এতে বড় কোন ক্ষয়ক্ষতি হয়নি। তবে আগুনে বগির সিটকভার পুড়ে গেছে। স্থানীয় নিরাপত্তারক্ষীরা দ্রুত আগুন নিভিয়ে ফেলে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন-আব্দুল্লাহ সিফাত তাফসীর