নাটোরের বড়াইগ্রামে খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে নাশকতা সৃষ্টির আশঙ্কায় আজ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও পৌর বিএনপির সভাপতিসহ ছয় জনকে আটক করেছে পুলিশ। এর আগে উপজেলার বিভিন্ন এলাকায় বিএনপি-যুবদল-ছাত্রদল নেতাকর্মীদের বাড়িতে অভিযান চালিয়েছে তারা।
আটকরা হলেন-উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা দলের সভাপতি হেলেনা পারভীন, বনপাড়া পৌর বিএনপির সভাপতি অধ্যাপক এম লুৎফর রহমান, সহ-সভাপতি হোসেন আলী, ছাত্রদল কর্মী মেহেদী হাসান তুহিন ও সোহাগ। এর আগে বুধবার রাতে লক্ষীকোল দাঁইড়পাড়ার নিজ বাড়ি থেকে বড়াইগ্রাম পৌর ছাত্রদলের সাংগঠণিক সম্পাদক রবিউল করিম রবিকে আটক করা হয়েছে।
বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ ইন্সপেক্টর রফিকুল ইসলাম জানান, আজ আটকরা বনপাড়া পৌর বিএনপির কার্যালয়ে অবস্থান কর ছিলেন। খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে সংঘবদ্ধ ভাবে কোন নাশকতা সৃষ্টির আশঙ্কা করছিলেন সন্দেহে তাদেরকে আটক করা হয়েছে। এ ব্যাপারে উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে মামলা দায়ের করা হবে।
এদিকে, রায়কে ঘিরে সারাদিনই আওয়ামীলীগ-যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীদের রাস্তায় শোডাউন দিতে দেখা গেলেও বিএনপি-যুবদল-ছাত্রদলের কোন উপস্থিতি ছিল না। যেকোন অরাজকপরিস্থিতি ঠেকাতে সকাল থেকেই বনপাড়া ও বড়াইগ্রাম পৌরসভাসহ উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়ে তল্লাশি করেছে পুলিশ। যাতায়াতকারী লোকজনের পাশাপাশি বিভিন্ন যানবাহনে ও তল্লাশি চালানো হয়েছে। রায়কে ঘিরে আতঙ্কে সড়ক-মহাসড়কে যানবাহন সংখ্যা ছিল খুবই সীমিত। কিছু ট্রাক চলাচল করলে ও বাসের দেখা মেলেনি। এতে সাধারণ যাত্রীসহ এসএসসি পরীক্ষারা চরম বিপাকে পড়েছে। বাসনা পেয়ে পরীক্ষার্থীদের ট্রাকে চেপে পরীক্ষার হল থেকে বাড়ি ফিরতে দেখা গেছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার