সাভারের আশুলিয়ায় এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা এসময় ওই বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ৮৫ ভরি স্বর্ণলঙ্কার ও নগদ এক লক্ষ ৫২ হাজার টাকা লুটপাট করেছে। এঘটনায় এলাকাবাসীর গণপিটুনিতে এক অজ্ঞাত (২৫) ডাকাত নিহত হয়েছে। আজ আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের নলামগ্রামে ব্যবসায়ী হাজী সিদ্দিকুর রহমানের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
ওই বাড়ির লোকজন জানান, দোতলা বাড়ির নিচ তলার ফ্ল্যাটে কলাপসিবল গেটের তালা ভেঙ্গে ১০-১২ সদস্যের একদল ডাকাত প্রবেশ করে এসময় বাড়ির সবাইকে অস্ত্রের মুখে হাত-পা বেধে আলমারী ভেঙ্গে ৮৫ ভরি স্বর্ণলঙ্কার ও নগদ ১ লক্ষ ৫২ হাজার টাকা ও কয়েকটি মোবাইল লুটপাট করে পালিয়ে যায়। এসময় ওই বাড়ির লোকজন স্থানীয় মসজিদে মাইকিং করে ডাকাতির বিষয়টি এলাকাবাসীকে জানান। পরে ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী এক ডাকাতকে ধাওয়া করে আটক পর গণধোলাই দেয়। পরে ওই ডাকাতকে এলাকাবাসী উদ্ধার করে চিকিৎসার জন্য ধামরাই সরকারী হাসপাতালে নিয়ে গেলে ওই ডাকাত সদস্যকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ওই বাড়ি ও হাসপাতাল পরিদর্শন করে নিহত ডাকাতের লাশ উদ্ধার করে এবং বিভিন্ন আলামত সংগ্রহ করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এঘটনায় ওই এলাকায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত ডাকাতি হওয়া মালামাল উদ্ধার বা এর সাথে জড়িত সন্দেহ কাউকে আটক করতে পারেনি পুলিশ। ৮৫ ভরি স্বর্ণলঙ্কারের আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা।
এবিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ডাকাতি হওয়া মালামাল উদ্ধারে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে ও নিহত ডাকাতের নাম পরিচয় জানার চেষ্টা চলছে। এঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার