ঢাকার ধামরাই উপজেলায় এক মিষ্টি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম মো. আজিজুল ইসলাম, বয়স ৪৫ বছর। শুক্রবার সকালে দ্বিমুখা বাজারের পাশে একটি ভুট্টা ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এ ব্যাপারে ধামরাই কাওয়ালীপাড়া পুলিশ ফাঁড়ির উপপরির্দশক (এসআই) মহসিন জানান, সকালে স্থানীয়রা দ্বিমুখা বাজারের পাশে একটি ভুট্টা ক্ষেতে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়।
আজিজুল মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার জগন্নাথপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
বিডি প্রতিদিন/০৯ ফেব্রুয়ারি, ২০১৮/ওয়াসিফ