বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ষড়যন্ত্রমূলক মামলায় সাজা দেয়ার প্রতিবাদে নরসিংদীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জেলা বিএনপির কার্যালয় থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রতিবাদ সভায় যোগ দেয়।
জেলা বিএনপির উদ্যেগে আয়োজিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাষ্টার, সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান মঞ্জুর এলাহী, সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক নূরুল ইসলাম, যুবদলের যুগ্ম-আহবায়ক ইলিডন, শাহেন-শাহ-শানু,ছাত্রদল সভাপতি আব্দুর রউফ ফকির রনি, চিনিশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আওলাদ হোসেন মোল্লাসহ বিএনপি ও অঙ্গসংঘঠনের নেতীবৃন্দ।
বিডি প্রতিদিন/৯ ফেব্রুয়ারি ২০১৮/হিমেল