বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৫ বছরের সাজার প্রতিবাদে আজ শুক্রবার বিক্ষোভ কর্মসূচি পালন করেনি বিএনপি। আজও চাঁপাইনবাবগঞ্জে বিএনপি নেতা-কর্মীদের কোথাও দেখা যায়নি। এমনকি পার্টি অফিসও তালাবদ্ধ রয়েছে। নেতাদের মোবাইল ফোনও বন্ধ রয়েছে।
এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় জামায়াত-বিএনপির অতীত তান্ডব মাথায় রেখে চাঁপাইনবাবগঞ্জে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছে আইন শৃংখলা বাহিনী। আজও বিভিন্ন সড়ক-মহাসড়কে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সশস্ত্র পুলিশ-র্যাব-বিজিবি টহল অব্যাহত ছিল।
পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম বিপিএম বলেছেন, আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার রায়কে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জে ব্যাপক তান্ডব চালায় জামায়াত-বিএনপি। পুড়িয়ে হত্যা করা হয় একাধিক মানুষকে, জ্বালিয়ে দেয়া হয় চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরসহ অনেক যানবাহন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন